newidk6.blogspot.com

শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

ডাউনলোড করে নিন Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই ভাইবার  ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভাইবার এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
ভাইবার এর সুবিধা সমূহ -
  • ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি কল।
  • ২। সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়।
  • ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে।
  • ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।
  • ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন।
  • ৬। পেজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভাইবার বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
  • ৭। অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন।
  • ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি।

ডাউনলোড লিঙ্ক :-  এখানে ক্লিক করুন
আপনার ডাউনলোড করা রার ফাইলটি উইন রার  দিয়ে ওপেন করুন। এবার সেট আপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর ডেক্সটপ বা ল্যাপটপে ভাইবার চালু হয়ে যাবে।
আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।

রবিবার, ৫ জুলাই, ২০১৫

আপনি কি Facebook / ইন্টারনেট ব্যাবহার করতে পারেন? যদি পারেন তাহলে অনলাইনে আয়ও করতে পারবেন

2 . ডান সাইট এ  First name And Last name+ Email+ User Name  দিয়ে signup করুন।First name last name আসল নাম দিবেন।User Name ইচ্ছা মত দিন।

3. Signup করার পর আপনার ইমেইল একটি লিঙ্ক পাঠাবে।আপনাকে ইমেইল এ গিয়ে ঐ লিঙ্ক কে ক্লিক করে তা অ্যাক্টিভ করতে হবে।তার পর আপনি login এ ক্লিক করে login কারার পর একটি page আসবে। ঐ খানে আপনাকে কিছু  তথ্য পুরন করতে হবে।  payment email  অংশে যে ইমেইল দিয়ে Signup করেছেন সে ইমেইল ই দেন।যেহেতু বাংলাদেশ এ paypal নাই শুধু payza আছে।

 কিভাবে Clixsense থেকে আয় করবেন??
online earning without investment

রবিবার, ২১ জুন, ২০১৫

বাড়িয়ে নিন আপনার হাতের টাইপিং স্পিড

যাই হউক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমদের মধ্যে অনেকে আছেন যাদের টাইপিং স্পিড খুবই মন্থর যেমন আমি। তাদের জন্যই আমার আজকের এই টিউন টি

তাই আপনার জন্য নিয়ে এলাম একটি অসাধারন Software যা দিয়ে আপনিও বারিয়ে নিতে পারেন আপনার টাইপিং স্পিড। আবার জানতে পারবেন আপনার টাইপিং স্পিড স্কোর। খেলতে পারবেন টাইপিং গেমস সহ আরও অনেক কিছু।

সোমবার, ১৫ জুন, ২০১৫

আপনার কম্পিউটার কি মাঝে মাঝে হ্যাং হয়ে যায় কিংবা স্লো কাজ করে? তাহলে আপনার কম্পিউটারের জন্য নিয়ে নিন আল্টিমেট সমাধান। উইন্ডোজ ডাক্তার ছাড়া কি কখনো সমস্যার সমাধান হয়?

প্রত্যেকটা ব্যক্তির নিজের কাছে মনে হয় তার পিসি অন্যদের চেয়ে একটু স্লো চলে। বিষয়টা কিছুটা বাস্তব হলেও অধিকাংশ সময় যে এটা কেবলি মনের ভ্রান্তি তা বলার অপেক্ষা রাখেনা। কম্পিউটারকে নিয়মিত ফাস্ট রাখার জন্য আমরা তাই কোন না কোন ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু এসব ইউটিলিটি সফটওয়্যার যতোটা না পিসির জন্য উপকারী তারচেয়ে বেশি সিস্টেমের উপর অতিরিক্ত প্রেসার তৈরী করতে কাজ করে। তাই অধিকাংশ কম্পিউটার এক্সপার্টরা তথাকথিত ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকেন। তবে কম্পিউটারের কিছু সমস্যা দুর করার জন্য কিছু সফটওয়্যার সত্যিকার অর্থেই অনেক ভালো কাজ করে। বিশেষ করে মাঝে মাঝে আমার নিজের পিসি কাজের চাপে হ্যাং হয়ে যায়। আমি এর সমাধান খুঁজতে গিয়ে আজকের টিউনে আলোচিত সফটওয়্যারটি পেয়েছে। কিন্তু আমি মনে হয় কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছি। কারন সফটওয়্যারটির ফিচার দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেছে। এ কারনে আপনাদের সাথে এটি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

Windows Doctor – পিসির সত্যিকারের ডাক্তার

Windows Doctor হলো ১৪টি প্রয়োজনীয় প্রাকটিকেল টুলসের সমন্বয়ে তৈরী এমন একটি সফটওয়্যার যার সাহায্যে শুধুমাত্র মাউস ক্লিকের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় সমস্যা দুর করা সম্ভব। এটি পিসিকে এতোটাই ক্লিন এবং সুপার ফাস্ট রাখে যে আগের অবস্থার চাইতে ১০০% দ্রুতগতির মনে হয়।

রবিবার, ১৪ জুন, ২০১৫

আপনার পিসি চালু হবে মাত্র ১ সেকেন্ডে!! [ভিডিও টিউন]

কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় আসি।
সাধারণত আমরা যারা উন্ডোস পিসি ইউজ করি তারা সবসময় একটা প্রব্লেমে পরি সেটা হলো পিসি বুট হতে বেশি টাইম  নেয় আর কাজের সময় তো কথাই নেই, তখন পিসি অন হতে  আরও বেশি টাইম লাগে। তবে ছোট্ট একটি পদ্ধতি অবলম্বন করলে এই  সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়। তাই আজকে আমি  যে ট্রিক্স  শেয়ার করবো সেটা হলো কিভাবে একটি উইন্ডোস পিসিকে খুব দ্রুত রান করানো যায়।
এর জন্য আপনাকে তেমন কিছু করা লাগবে না, জাস্ট এক মিনিট পয়তাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও দেখলেই সব বুঝতে পারবেন।
যেহেতু এই ভিডিওতে সব বর্ননা করা আছে তাই এখানে বেশি কিছু লেখার প্রয়জন মনে করলাম না।
চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে কাজ শুরু করে দেই এবং ইঞ্জয় করি সুপার ফাস্ট পিসি।

আশাকরি ভিডিও দেখে সবাই ঠিকঠাক বুঝতে পারবেন এবং পিসির দ্রুত গতিও উপভোগ করতে পারবেন।